শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : বিভিন্ন অপরাধে ৩৪টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার অভিযানে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয় ও বিভিন্ন জেলা কার্যালয়ের ১২ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, চট্টগ্রাম, পাবনা, বাগেরহাট, কুষ্টিয়া, বরিশাল, মৌলভীবাজার, জয়পুরহাট ও সিলেটে সোমবার বাজার অভিযানে এ জরিমানা করা হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনীর নেতৃত্বে ঢাকা মহানগরীর রমনা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ক্যাফে ডি তাজ রেস্তোরাঁ ও আমেনা রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তারের নেতৃত্বে চট্টগ্রাম মহানগরের বন্দর থানা এলাকায় দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে চট্টগ্রাম মহানগরের হালিশহর থানা এলাকায় তিনটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার, বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মো. শোয়াইব মিয়ার নেতৃত্বে বরিশালের কোতোয়ালি থানা এলাকায় দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার, বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে বাগেরহাট সদর উপজেলায় পাঁচটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এএসএম মাসুম-উদ দৌলার নেতৃত্বে পাবনার আতাইকুলা থানা এলাকায় পাঁচটি প্রতিষ্ঠানকে ১০ হাজার, বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্রের নেতৃত্বে বরিশালের কোতোয়ালি থানা এলাকায় তিনটি প্রতিষ্ঠানকে চার হাজার, জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলামের নেতৃত্বে জয়পুরহাট সদর উপজেলায় একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে মৌলভীবাজার সদর উপজেলায় দুটি প্রতিষ্ঠানকে আট হাজার, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে কুষ্টিয়া সদর উপজেলায় চারটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন