বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাওয়ায় ঢাকামুখী যাত্রীদের জনস্রোত

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ মে, ২০২০, ৩:৩৭ পিএম

লৌহজং মাওয়ায় কাঁঠালবাড়ি - শিমুলিয়া নৌরুটে ফেরীতে ঈদ উদযাপন শেষে ঢাকা গামী যাত্রীদের উপচে পড়া ভিড়। করোনা সংক্রমণের আশংকা থাকলেও কর্মস্থলে ফেরা যাত্রীরা ঠাসাঠাসি করে পার হচ্ছে। ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীদের জনস্রোতে বইছে । গণপরিবহন না থকায় নদী পার হয়ে মাওয়া ঘাটে এসে যাত্রীদের ঢাকায় যেতে অতিরিক্ত ভাড়া ও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার ঈদফেরৎ যাত্রীরা কর্মস্থলে ফিরতে শুরু করেছে। সরকার সীমিত আকারে অফিস আদালত , ব্যবসা প্রতিষ্ঠান খোলার সিন্ধান্ত নেওয়ায় ঢাকা মুখী যাত্রিদেরও চাপ আজ অত্যাধিক বেড়ে যায়। মাওয়ায় ঘাট এলাকায় সকাল থেকে রাজধানীমুখী মানুষের জনস্রোত দেখা যায়। কাঠালবাড়ি - শিমুললিয়া নৌরুটে স্পীডবোট ,লঞ্চ ও সিবোট বন্ধ থাকায় করোনা সংক্রমনের আশংকা থাকলেও কর্মস্থলে ফেরা যাত্রীরা টাসাঠাসি করে ফেরীতে করে মাওয়া ঘাটে আসছে। গণপরিবহন বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীরা অটোরিক্সায় ,ভ্যান , ট্রাক কেহ প্রাইভেট কারে করে অতিরিক্ত ভাড়া দিয়ে ঢাকায় যাচ্ছে। ঈদ পরবর্তী দুই দিন পরিবার পরিজন নিয়ে না আসলেও আজ পরিবারের সকল সদস্যদেও নিয়ে তারা ঢাকায় আসছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের সহকারী ব্যবস্থাপক সাফায়েত আহম্মেদ জানান বৃহস্পতিবার সকাল থেকে কাঠালবাড়ি - শিমুললিয়া নৌরুটে ৪টি রো রো ফেরী সহ ১০টি ফেরী চরাচল করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন