শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঈশ্বরদীতে করোনা আক্রান্ত বরের সাথে কনের বিয়ে, বাড়ী লকডাউন

ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মে, ২০২০, ৭:৩০ পিএম

ঈশ্বরদীতে করোনা আক্রান্ত ছেলের সাথে মেয়ে বিয়ে দিয়ে বিপাকে পড়েছে ঈশ্বরদী শহরের ফকিরের বড়তলার স্থায়ী বাসিন্দা ইলেকট্রিক মিস্ত্রি আশরাফ হোসেন চুনি। প্রশাসন বিষয়টি জানতে পেরে চুনির বাড়ি লকডাউন করেছে। উপজেলা ও পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ষোলদাগ গ্রামের রাসেল নামের এক যুবক গত ২৪ মে ঈশ্বর দিতে এসে চুনির মেয়ে শর্মিকে বিয়ে করে এবং ওই দিনই রাতে বিয়ে করা বউ কে নিয়ে ষোল দাগে নিজ বাড়িতে যায়। সেখানে চারদিন অবস্থান করে। এই সময়ের মধ্যে শর্মির বাবা পরিবারের সকলেই নতুন জামাইয়ের বাড়ি বেড়াতে যায়। জামাই বাড়ির লোকজনও চুনির বাড়িতে বেড়াতে আসে কিন্তু জামাই রাসেল করোনা আক্রান্ত এ বিষয়টি গোপন রাখে। আজ শুক্রবার সকালে রাসেল করোনা আক্রান্ত এই বিষয়টি স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসনের মাধ্যমে জানাজানি হয় রাসেলের করনা পজেটিভ রিপোর্ট আসার পর। সংশ্লিষ্ট সূত্র জানায়, উক্ত রাসেল ঢাকায় ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত। গত ২৩ মে করনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে রাসেল বাড়ি ফিরে আসে এবং ঐদিনই রাসেল এর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়ায় প্রেরণ করা হয়। আজ সকালে রাসূলের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে ভেড়ামারা ও ঈশ্বরদীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। করোনাকালের এই দুর্যোগময় মুহূর্তে সত্য গোপন করে বিয়ে করার বিষয়টি সচেতন মহল অবাক বিস্ময়ের সাথে লক্ষ্য করছে। এ ঘটনায় ঈশ্বরদী শহরের ওই বাড়িতে এবং ষোল দাগে রাসেলের বাড়ি লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ি থেকে কাউকে বাইরে না যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন