শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গৌরনদীতে সাত বাড়ি লকডাউন

গৌরনদী (বরিশাল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মে, ২০২০, ৮:০৪ পিএম

পবিত্র ঈদ উপলক্ষে পুরাতন ঢাকা থেকে স্ব-পরিবারে বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের বাড়িতে আসেন ৪২ বছরের বয়সী এক ব্যবসায়ী। 

বাড়িতে আসার পর করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় গত ২৩ মে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে করোনার নমুনা পরিক্ষার জন্য দেয়া হয়। বৃহস্পতিবার গভীর রাতে তার পজিটিভ রিপোর্ট আসে। খবর পেয়ে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ওই ব্যক্তির বাড়িসহ পাশ্ববর্তী বাড়ি গুলো লকডাউন করে দিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, কমলাপুর গ্রামের এক ব্যক্তি করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত হয়ে ওই যুবকের বাড়িসহ পাশ্ববর্তী বাড়ি গুলো লকডাউন করে দেওয়া হয়েছে। লকডাউন চলাকালীন ওই পরিবারগুলোকে সার্বিক সহযোগিতা করা হবে বলেও তিনি উল্লেখ করেন। লকডাউনকৃত পরিবার গুলো অভিযোগ করেন, তাদের খাবারের কোন ব্যবস্থা না করায় ভোগান্তির শিকার হচ্ছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন