শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নোয়াখালীতে করোনা ৯০ জনের করোনা শনাক্ত, দুই পুলিশ ফাঁড়ি লকডাউন

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মে, ২০২০, ১:৫৩ পিএম

নোয়াখালীতে করোনা শনাক্ত হয়েছে ৯০জন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৬৬৫জন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ১২জন। এছাড়া দুইটি পুলিশ ফাঁড়ি লকডাউন করা হয়েছে।

নোয়াখালী সিভিল সার্জন অফিসে স্থাপিত বিশেষ কন্ট্রোল রুম জানিয়েছে, গত ২৪ঘন্টায় আরও ৯০ করোনা শনাক্ত হয়েছে। এদের নমুনা সংগ্রহ করে আবদুল মালেক উকিল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কলেজ ল্যাব ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। তাতে এদের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ২৫জন পুলিশ সদস্য রয়েছে। এদের মধ্যে ৪৬জনকে নোয়াখালী শহীদ ভূলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনাভাইরাস আইসোলেশনে রাখা হয়েছে।


জেলা পুলিশের ২৫সদস্য আক্রান্ত হওয়ায় সোনাপুর পুলিশ ফাঁড়ি ও চৌমুহনী পুলিশ ফাঁড়ি লকডাউন করা হয়েছে বলে জানান, পুলিশ সুপার আলমগীর হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন