চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিদেশের নয়টি কেন্দ্রে অংশ নেওয়া পরীক্ষার্থীদের পাসের হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ। গত বছর বিদেশের কেন্দ্রে ৯১ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল ৫৬ জন। বিদেশের কেন্দ্রে পাসের হার বেড়েছে ২ দশমিক ৭০ শতাংশ পয়েন্ট। এবার কতজন শিক্ষার্খী জিপিএ-৫ পেয়েছেন সেই তথ্য জানানো হয়নি।
শিক্ষামন্ত্রী দীপু মনি রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তন থেকে ফেইসবুক লাইভে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। এবার এসএসসিতে বিদেশের নয়টি কেন্দ্রে ৩৩৬ জন অংশ নেয়। এদের মধ্যে ৩১৮ জন পাস করেছে। বিদেশের নয়টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। একটি কেন্দ্র থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন