শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চাঁদপুরে ঝুঁকি নিয়েই লঞ্চযাত্রা

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে : | প্রকাশের সময় : ২ জুন, ২০২০, ১২:১১ এএম

করোনা ঝুঁকি মাথায় নিয়েই যাত্রা করছেন যাত্রীরা। সকালে চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রাখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে তা রক্ষা করা সম্ভব হয়নি। সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে যাত্রী সংখ্যা, উপেক্ষিত হয়েছে সামাজিক দূরত্ব। এতে করে করোনা সংক্রমনের ঝুঁকি মাথায় রেখেই গন্তব্যে রওনা হচ্ছে যাত্রীরা। লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন ও স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ায় রোববার চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাককে সাময়িককভাবে বরখাস্ত করা হয়। তার স্থলে নতুন কর্মকর্তা হিসাবে আবুল বাশার মজুমদারকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু কর্মকর্তা পরিবর্তন হলেও লঞ্চঘাটে সামাজিক দূরত্ব বজায় রাখায় পরিবর্তন আসেনি। চাঁদপুরসহ আশপাশের বিভিন্ন জেলার যাত্রীরা চাঁদপুর লঞ্চঘাট ব্যবহার করে রাজধানী ঢাকায় যাত্রা করায় ভিড় বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। সকাল ৬টায় চাঁদপুর ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় যাত্রীবাহী লঞ্চ এমভি রফ রফ, সকাল ৭টায় এমভি সোনার তরী ও ৮টা ছেড়ে যায় এমভি ঈগল। এ সকল লঞ্চগুলোতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করতে সমর্থ হয় পুলিশ বিভাগ, প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষ। কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই পাল্টে যায় দৃশ্যপট। বেলা ১১টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি রফ রফ-৭ নামের যাত্রীবাহী লঞ্চে ছিল মানুষের উপচেপড়া ভিড়। হাজার হাজার যাত্রীর উপস্থিতিতে হকচকিয়ে যায় কর্তৃপক্ষ। নবনিযুক্ত বিআইডব্লিউটিএ-চাঁদপুরের বন্দর ও পরিবহন কর্মকর্তা আবুল বাশার মজুমদার বলেন, যাত্রীদের নিয়ন্ত্রণ করতে আমরা হিমশিম খাচ্ছি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন