পিরোজপুর সদর উপজেলায় ৪ জন ও মঠবাড়িয়ায় ৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়, এই নিয়ে জেলার মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৯ জন।
পজেটিভ থেকে মৃত্যু হয়েছে ২ জনের। যা ছিল নাজিরপুর উপজেলায় ১ ও নেছারাবাদ উপজেলায় ১ জন।
জেলার মোট আক্রান্তের মধ্যে দেখা যায়, সদর উপজেলায় ২৩ জন, ভান্ডারিয়া উপজেলায় ১২ জন, মঠবাড়িয়া উপজেলায় ১৪ জন, কাউখালী উপজেলায় ১ জন, নেছারাবাদ উপজেলায় ৪ জন, ইন্দুরকানী উপজেলায় ১১ জন, নাজিরপুর উপজেলায় ৭ জন আক্রান্ত হয়েছেন।
পজেটিভ থেকে ০৯ জন সুস্থ হয়েছেন। যা ছিল সদর উপজেলায় ০২ জন, মঠবাড়িয়া উপজেলায় ০২ জন, ভান্ডারিয়া উপজেলায় ০৪জন, কাউখালী উপজেলায় ১ জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন