রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বারিধারায় হোঁচট শেখ রাসেলের

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বারিধারা চেয়েছিল ১ পয়েন্ট। আর শেখ রাসেলের টার্গেট ছিল পূর্ণ ৩ পয়েন্ট। সেখানে ম্যাচ শেষে বারিধারার নামের পাশে জ্বলজ্বল করছে পুরো ৩ পয়েন্ট। অর্থাৎ শেখ রাসেলকে ১-০ গোলে হারিয়ে বিপিএলে শুভ সূচনা করেছে নবাগত উত্তর বারিধারা ক্লাব। গতকাল এমএ আজিজ স্টেডিয়ামে বিপিএলের এই দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে লজ্জাজনক পরাজয় বরণ করতে হয় শেখ রাসেলকে। ম্যাচের ৫৮ মিনিটে ডিফেন্ডার বাবলুর ভুলের চরম খেসারত দিতে হয় শেখ রাসেলকে। বারিধারার একটি আক্রমণ থেকে দলকে বাঁচাতে গিয়ে ডি বক্সের ভেতরে হাত দিয়ে বল স্পর্শ করেন বাবলু। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি শটে গোল করে দলকে আনন্দে ভাসান বারিধারার ডিফেন্ডার সবুজ ১-০। শেষ বাশি বাজার আগে শেখ রাসেলের একটি গোল অফসাইডের কারণে রেফারি বাতিল করলে শেখ রাসেলের ট্রেন্ডের কর্মকর্তারা উত্তেজিত হয়ে পড়ে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ওই বিক্ষুব্ধ কর্মকর্তারা রেফারির দিকে তেড়ে যায়। পুলিশের সহায়তায় রেফারি নিরাপদে মাঠ ত্যাগ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন