ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১৩ জন।
সূত্রে জানাগেছে, উপজেলার পৌর শহরে ভান্ডারা কলেজ পাড়ার মৃত আ: মালেকের ছেলে ঢাকাইয়া আবুল কাশেম (৬০) করোনায় আক্রান্ত হয়ে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক ও এলাকা সূত্রে জানাগেছে, আবুল কাশেম একজন দক্ষ টাইলস মিস্ত্রী ছিলেন। তিনি ঢাকায় থাকতেন। সেখানে করোনায় আক্রান্ত হলে তিনি ঢাকা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ৩জুন বুধবার রাতে মারা যান। পরদিন ৪ জুন স্বজনরা তার লাশ রাণীশংকৈলে নিয়ে আসে। ঐদিন বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরশহরে পাচঁপীর কবর স্থানে ৫জনের একটি টিম তার লাশ দাফন করেন।
এপ্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ আঃসামাদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাণীশংকৈলে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১৩ জন। সুস্থ হয়েছে ৪জন। আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছে ৮জন। এদিকে উপজেলার পৌরশহরের ভান্ডারা ৩ নং ওয়ার্ডের বাসীন্দা মৃত: কালু মোহাম্মদ'র স্ত্রী আমেনা বেগম (৮০) করোনায় আক্রান্ত হয়ে (২৪ মে) সকাল ৭টায় মারা যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন