শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাগুরা তথ্য বিভাগের করোনা মোকাবেলায় ব্যাপক জনসচেতনতা কার্যক্রম

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে | প্রকাশের সময় : ৬ জুন, ২০২০, ৩:১৫ পিএম

মাগুরা জেলা তথ্য অফিস কর্তৃক করোনা মোকাবেলায় জনসচেতনতা কার্যক্রম অব্যাহত ভাবে চালান হচ্ছে। প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় জনগণকে মাস্ক পরিধান বাধ্যতামূলক, প্রতিনিয়ত হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করার কাজ করে যাচ্ছে। তারই আলোকে শনিবার
মাগুরা শহর, পৌর এলাকা এবং মাগুরা সদর উপজেলার আঠারখাদা, হাজীপুর, হাজরাপুর, মঘী ও রাঘবদাইড় ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা ও সংক্রমণ রোধে জনসাধারণের জন্য আবশ্যিকভাবে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলুন সংক্রান্ত ব্যাপক সড়ক প্রচার করা হয়। মাগুরা জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করীম জানান। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন