শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

তারাকান্দায় মৃত হনুফার করোনা পজেটিভ

তারাকান্দা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০২০, ৪:২৩ পিএম

ময়মনসিংহের তারাকান্দায় করোনা পরিক্ষার নমুনা দিয়ে রাতেই মারা যাওয়া হনুফা বেগমের করোনা পজেটিভ ধরা পরেছে।

তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের পারুলিতলা গ্রামের বৃদ্ধা হনুফা বেগম (৬০) এর করোনা ভাইরাস পরিক্ষার জন্য গত ২ জুন সকালে নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্য বিভাগ। নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে অবস্থিত পিসিআর ল্যাবে পাঠানো হয়। ২ জুন নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়ার পর সেদিন রাত সাড়ে ১২ টার দিকে মারা যান বৃদ্ধা হনুফা বেগম। মৃত্যুর ৪ দিন পর ৭ জুন রবিবার পিসিআর ল্যাবে নমুনা পরিক্ষার পর তার করোনা পজেটিভ ধরা পড়েছে। পারিবারিক সূত্রে জানা যায় তিনি দীর্ঘদিন যাবৎ ব্লাড ক্যান্সারে (AML) ভুগছিলেন। তবে করোনা রোগে তার মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

এনিয়ে তারাকান্দায় মোট করোনা সনাক্ত ১৫ জন (কামারিয়া ১০, রামপুর ৪, গালাগাঁও ১)। মৃত্যু ০১ জন (রামপুর)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রাণেশ চন্দ্র পন্ডিত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন