শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনা সংক্রমণ ঠেকাতে নোয়াখালীতে আগামীকাল থেকে কঠোর লকডাউন

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৮ জুন, ২০২০, ৮:২৪ পিএম

নোয়াখালীতে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এমন পরিন্থিতিতে আগামীকাল ৯জুন থেকে ২৩জুন পর্য্যন্ত নোয়াখালী সদর উপজেলা ও বেগমগঞ্জ উপজেলায় কঠোর লকডাউনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৫এপ্রিল নোয়াখালীতে করোনা সংক্রমণ সংখ্যা ছিল মাত্র ২৫জন। এ সময় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। কিন্তু মাস খানেকের ব্যবধানে আক্রান্তের সংখ্যা হাজারে উন্নীত এবং ২৯জনের মৃত্যু হয়েছে। এছাড়া বর্তমানে প্রতিদিন সংক্রমণ ও মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে নোয়াখালী জেলা প্রশাসন আগামীকাল ভোর ৬টা খেকে ২৩ জুন পর্য্যন্ত দু’টি উপপজেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে।

লকডাউন চলাকালে দুপুর ১২টা পর্য্যন্ত কাঁচাবাজার খোলা থাকবে। এছাড়া জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ব্যতীত অন্যসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন