শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

তল্লাশিকালে পালাতে গিয়ে কলেজছাত্র গুরুতর আহত

পুলিশ সুপারের তদন্তের নির্দেশ

বিশেষ সংবাদদাতা, যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ১২:০০ এএম

যশোরের সাজিয়ালিতে পুলিশের নিয়মিত মাদক তল্লাশিকালে দৌড়ে পড়ে গিয়ে কলেজছাত্র ইমরান (১৮) গুরুতর আহত হয়েছেন। তাকে যশোর ২৫০ বেড হাসপাতালে গত রোববার ভর্তি করা হয়েছে। তার অবস্থা সঙ্কটাপন্ন। তিনি সদর উপজেলার শাহবাজপুর গ্রামের নিকার আলীর পুত্র ও কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

পরিবার অভিযোগ করেছে, পুলিশী নির্যাতনে ইমরান গুরুতর আহত হয়েছে। পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন গতকাল সোমবার অভিযোগ পাওয়ার পর তদন্তের নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন শিকদার ঘটনার তদন্ত করছেন।

জানা যায়, ঘটনাটি গত বুধবার সন্ধ্যার। সাজিয়ালি পুলিশ ক্যাম্পের সদস্যরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে নিয়মিত টহলে এসে মাদক তল্লাশি করছিলেন। ইমরান তার এক সঙ্গীসহ সলুয়া বাজার থেকে ফেরার পথে তল্লাশির মুখে পড়েন। পুলিশ তার সঙ্গীর ব্যাগ তল্লাশি শুরু করলে ইমরান দৌড় দেয়। একপর্যায়ে ইমরান গর্তের কাদায় পড়ে গিয়ে আহত হয়। পুলিশ তাকে পার্শ্ববর্তী বাজারের ফার্মেসিতে চিকিৎসা দেয়। ঘটনার ৪দিন পর ইমরান হাসপাতালে ভর্তি হয়। পরিবার দাবি করছে পুলিশী নির্যাতনে ইমরানের দুটো কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশী তদন্তে আদ্যপান্ত বের করার চেষ্টা চলছে। অভিযুক্ত পুলিশের বক্তব্য কোন নির্যাতন করা হয়নি। দৌড়ে পালানোর সময় পড়ে গিয়েই আহত হয়েছেন ইমরান। ইমরান হাসপাতালে ভর্তির পরও বিষয়টি গোপন রেখে গতকাল সকালে পুলিশী নির্যাতনের অভিযোগ করা হয়। এরই বা কারণ কী, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন