সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনা আক্রান্ত সিএমপি কমিশনার মাহাবুবর রহমান

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ৯:২৭ এএম

এবার করোনায়ভাইরাস আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।
গত ৫ জুন জ্বর আসলে তিনি বাসায় আইসোলেশনে থাকেন। নমুনা পরীক্ষায় সোমবার রাতে করোনা পজেটিভ রিপোর্ট আসে।
করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি তিনি নিজেই সাংবাদিকদের জানান।
সিএমপি কমিশনার বলেন, করোনা আক্রান্ত হয়েছি। তবে শরীরে তেমন কোনো উপসর্গ নেই। আমি সুস্থ আছি। সকলের কাছে দোয়া চাই। তিনি বাসায় আইসোলেশনে আছেন।
সিএমপিতে এর আগে একজন সহকারী কমিশনারসহ দেড় শতাধিক পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে পুলিশ কমিশনারের নেতৃত্বে নগরীতে ব্যাপক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
করোনার শুরু থেকে মানুষকে হোম কোয়ারেন্টিন নিশ্চিত থেকে শুরু করে, আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের পরিবহন সুবিধা দিয়ে নানা কর্মকাণ্ডের কারণে প্রশংসিত সিএমপি। দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই আক্রান্ত হয়েছেন। তবে এতে পুলিশের মনোবল ভেঙ্গে যায়নি। সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, সিএমপির সদস্যরা মানুষকে যে সেবা দিয়ে আসছে তা চলমান থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন