প্রথম পর্যায়ে অনেকটা ঢিলেঢালার পর দ্বিতীয় পর্যায়ে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের কঠোর অবস্থানের কারনে নোয়াখালীতে পূরোদমে লকডাউন চলছে। পণ্যবাহী যানবাহন ও এম্বুলেন্স ব্যতীত সকল যানবাহন বন্ধ রয়েছে।
নোয়াখালী সদর উপজেলা ও বেগমগঞ্জ উপজেলায় আজ মঙ্গলবার ৯জুন থেকে ২৩জুন ভোর ৬টা থেকে ২৩জুন পর্য্যন্ত লকডাউনের আওতায় থাকবে। লকডাউন চলাকালে সীমিত সময়ের জন্য কাঁচাবাজার ব্যতীত সকল দোকানপাট বন্ধ রয়েছে। সড়কও অকেটা ফাঁকা হয়ে গেছে।
উল্লেখ্য, নোয়াখালীতে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্কের প্রেক্ষিতে নোয়াখালী জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা আলাপ আলোচনার মাধ্যমে কঠোর লকডাউনের সিদ্ধান্ত গ্রহন করে। নোয়াখালীতে করোনা আক্রান্ত সংখ্যা ১০১৫জন এবং মৃতের সংখ্যা ৩০জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন