শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিরাজদিখানে একদিনে ৩০ জনের করোনা শনাক্ত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ৯:২২ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আজ ৯ জুন মঙ্গলবার নতুন করে পুলিশ, মহিলা বিষয়ক কর্মকর্তা, ব্রাক কর্মকর্তা ও জাপা সভাপতিসহ ৩০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৩ জনে। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৬২ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিরাজদিখান থানার ওসি মো. ফরিদউদ্দিন, একজন এএসআই, একজন কনষ্টেবল ও হাইওয়ে পুলিশের ২ কনষ্টেবলের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আবার উপজেলা পরিষদ কার্যালয়ের মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা ব্রাক অফিসের ৩ জন কর্মকর্তা, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হাকিম হাওলাদার, শিক্ষা অফিসের ২ জন, অ্যাসিল্যান্ড অফিসের একজন কর্মচারীর ও রায়েরবাগ গ্রামের ২ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাছাড়া উপজেলার আরমহল, রাজানগর, গয়াতলা, দক্ষিণ তাজপুর, মোল্লাকান্দি, টোলবাসাইল, কাজিরবাগ, সৈয়দপুর,মালখানগর,সিরাজদিখান,মধ্যপাড়া, সন্তোষপাড়া, ইছাপুরা, পাউসার গ্রামে একজন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন