মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এবার পেলেন দেড়শ’ ক্রীড়াবিদ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ১২:০০ এএম

করোনাভাইরাসের কারণে অসহায় হওয়া ক্রীড়াবিদদের পাশে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তারা রমজান মাস থেকেই করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্থ ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতায় এবার আরো ১৫০ জন ক্রীড়াবিদ অর্থ সাহায্য পেলেন। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ক্রীড়াবিদদের হাতে এই অর্থের চেক তুলে দেন।
এদিন এনএসসি’র সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্থ ক্রীড়াবিদদের জন্য ৩ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় ক্রীড়াবিদদের জন্য ৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ সংক্রান্ত নীতিমালা প্রণয়নের কাজ চলছে। শিগগিরই এ অর্থ দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াবিদদের হাতে তুলে দেয়া হবে।’ রাসেল যোগ করেন, ‘এছাড়াও আমরা বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে প্রায় ১১৫০ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠককে মাথা পিছু প্রতিমাসে ২ হাজার টাকা করে একবছরে মোট ২৪ হাজার টাকা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’
শুধু ক্রীড়াবিদ-ই নন কোচ ও কর্মকর্তাসহ খেলাধুলায় সংশ্লিষ্ট অন্যদেরও সাহায্য করা হবে বলে জানান রাসেল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন