সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

একদিনে সিলেট বিভাগে ১০৫ জনের করোনা শনাক্ত

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ১:৫৭ পিএম

সিলেট বিভাগে আরও ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে মঙ্গলবার। এরমধ্যে রয়েছেন চারজন চিকিৎসক, পুলিশ সদস্য ও স্বাস্থ্যকর্মী। ৫০ জন সিলেটের ও ২২জন সুনামগঞ্জের। অন্য ৩৩ জনের এলাকা নিশ্চিত হয়নি কর্তৃপক্ষ। মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজ ল্যাব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব ও ঢাকায় পরীক্ষা করা হয় নমুনা। ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সেখানে ৯৪টি নমুনা পরীক্ষা করা হলে করোনা শনাক্ত হয় ৫০জনের। তারা নগরী ও সদর উপজেলার বাসিন্দা। এদিকে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হলে করোনা শনাক্ত হয়েছে ২২ জনের । আক্রান্তরা সবাই সুনামগঞ্জের। এদিকে ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেট বিভাগের আরও ৩৩ জনের শনাক্ত হয়েছে করোনা। এতথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান। এখন বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭৩৩ জনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন