শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাতক্ষীরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী করোনায় আক্রান্ত, ৪ বাড়ী লকডাউন

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ২:২৯ পিএম

সাতক্ষীরার কালিগঞ্জে দুইজন করোনা রোগী সনাক্ত হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুরে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্তরা হলেন,কালিগঞ্জের বাজার গ্রামের মাওঃ মনসুরের ছেলে ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের ছাত্র হামিদুল ইসলাম (২৭) ও মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের সাইফুল ইসলামের কন্যা ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া পারভীন (২৫)।
এরা দুজনেই গত ৪ জুন ঢাকা থেকে বাড়িতে আসেন। তারা ৭ জুন জ্বর, সর্দি- কাশিতে আক্রান্ত হয়ে কালিগঞ্জ উপজেলা হাসপাতালে করোনা টেষ্টের জন্য যান। এবং ওই দিনেই কর্তব্যরত চিকিৎসক তাদের নমুনা নিয়ে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালপ প্রেরণ করেন।
বুধবার ( ১০ জুন) তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
এদিকে, স্থাণীয় প্রশাসন তাদের দুইজনের বাড়িসহ ৪টি বাড়ি লকডাউন করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Morium khatun ১১ জুন, ২০২০, ৪:৪২ পিএম says : 0
আমি বাংলাদেশী
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন