বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যবিপ্রবি ল্যাবে আরো ৭জন শনাক্ত, যশোরে করোনায় আক্রান্ত মোট ১৫৬ জন

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ২:৫৫ পিএম

যশোর বিজ্ঞাপন ও প্রযুক্তি (যবিপ্রবি) জিনোম সেন্টারে বুধবারের নমুনা পরীক্ষায় আরো ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা আব্দুর রশীদ অর্ণব জানান, যশোরের ৯০ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের,
নড়াইলের ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের, মাগুরার ৫৫ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের ও সাতক্ষীরার ৬০ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২৪০ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা পজিটিভ এবং ২৩৩ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

এদিকে, যশোর জেলায় বুধবারের ২জনসহ এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্য দাঁড়ালো ১৫৬। এর মধ্যে একজন মারা গেছেন। আক্রান্ত এমপি রণজিত কুমার রায় চিকিৎসাধীন রয়েছে সিএমএইচে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন