শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বান্দরবান ও রুমা রেড জোন

মো. সাদাত উল্লাহ, বান্দরবান থেকে : | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ৯:০৩ পিএম

বান্দরবানে করোনা রোধকল্পে সদর ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। গতকাল জেলা প্রশাসক এই আদেশ জারি করেন। এখন সম্পূর্ণরূপে লকডাউন চলছে। ওষুধের দোকান ছাড়া সব দোকান বন্ধ করে দেয়া হয়েছে। সকাল থেকে বান্দরবান বাজারে জনগণকে নিত্যপণ্য সংগ্রহ করতে দেখা গেছে। এছাড়া জেলা সদরের সাথে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৎপর রয়েছে। লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জানায়, মহামারী করোনা সংক্রমণ দ্রæতগতিতে ছড়িয়ে পড়েছে পার্বত্য জেলা বান্দরবানে। আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে। এই পর্যন্ত রোগীর সংখ্যা ৬৩ জন। তারমধ্যে সদরের ৩০ জন এবং রুমায় ৫ জন। বাকীরা অন্যান্য উপজেলায়। সামগ্রিক পরিস্থিতি মোকাবেলায় সরকারি সংস্থাগুলোর মতামতের ভিত্তিতে বান্দরবান সদর ও রুমা উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন