বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

থাকল না অবনমন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুন, ২০২০, ১২:১৪ এএম

অনাহূত পরিস্থিতিতে থমকে যাওয়া লিগ মৌসুম বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে অলিম্পিক লিওঁ, আমিয়াঁ ও তুলুজের করা আপিল খারিজ করে দিয়েছে ফ্রান্সের সর্বোচ্চ প্রশাসনিক আদালত। তবে আমিয়াঁ ও তুলুজের অবনমনের যে সিদ্ধান্ত নিয়েছিল লিগ কর্তৃপক্ষ, তা বাতিল করে দেওয়া হয়েছে। করোনাভাইরাসের প্রকোপে আগামী সেপ্টেম্বর পর্যন্ত ফ্রান্সে সব ধরনের ক্রীড়া ইভেন্ট নিষিদ্ধ হওয়ায় গত ২৮ এপ্রিল লিগ ওয়ানের চলতি মৌসুম বাতিল ঘোষণা করা হয়। এর দুই দিন পর চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় পিএসজিকে।
গত ১৩ মার্চ স্থগিত হয়ে যাওয়া লিগে ২৭ ম্যাচে পিএসজির পয়েন্ট ছিল ৬৮। এক ম্যাচ বেশি খেলা মার্সেই ৫৬ পয়েন্ট নিয়ে ছিল দুইয়ে। একই সঙ্গে দুটি করে ক্লাবের রেলিগেশন ও প্রমোশনের সিদ্ধান্তও হয়েছিল। ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকা তুলুজ ও ২৩ পয়েন্ট নিয়ে ১৯তম দল আমিয়াঁর নেমে যাওয়ার কথা ছিল। তবে আদালতের রায়ে দল দুটি শীর্ষ প্রতিযোগিতাতেই থাকছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন