সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহানগর

করোনাভাইরাসে আক্রান্ত পপুলার গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুন, ২০২০, ১০:১৫ এএম

পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তারের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় প্রায় তিন সপ্তাহ আগে। প্রথমদিকে তাকে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার হৃদরোগের সমস্যা দেখা। পরে মঙ্গলবার এনজিওগ্রাম করানোর জন্য শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে আনা হয় তাহেরাকে। গতকাল রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ও পপুলার গ্রুপের চেয়ারম্যান ছিলেন তাহেরা আক্তার (৬০)।

পপুলার গ্রুপের প্রতিষ্ঠাতা ও বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচির বাসিন্দা চিকিৎসক মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী ছিলেন তাহেরা আক্তার।

তাহেরা আক্তারের বাবার নাম মখলেসুর রহমান। তিনি একসময় বগুড়ার বিশিষ্ট ঠিকাদার ছিলেন। রাজধানীর বনানীতে পরিবারের সঙ্গে বসবাস করতেন তাহেরা আক্তার।

তাহেরা আখতারের স্বামী ডা. মোস্তাফিজুর রহমান পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এই গ্রুপের অধীনে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, পপুলার মেডিকেল কলেজ ও পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন