রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে করোনা শনাক্ত আরও ৯১ জনের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১১ জুন, ২০২০, ১১:১১ এএম

করোনায় ‘রেড জোন’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে সিলেটকে। কেবল বাড়ছে সংক্রমণ। সর্বত্র এখন আতংক। আরো ৯১ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। মঙ্গলবার) দ্বিতীয় ধাপের নমুনা পরীক্ষায় ৩৬ জন এবং বুধবার করোনা শনাক্ত হয়েছে আরো ৩৬ জনের। বুধবার (১০ জুন) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, জানান, নিয়মানুযায়ী দৈনিক ১৮৮ জনের পরীক্ষা হয়েছিল মঙ্গলবার। কিন্তু সময় স্বল্পতার কারণে ১৮৮ জনের রিপোর্টের পুর্নাঙ্গ পরিসংখ্যান সম্ভব হয়নি জানা। প্রথম ধাপে করা নমুনা পরীক্ষায় ৯৪ জনের মধ্যে পজেটিভ ছিল ৫০ জন এবং দ্বিতীয় ধাপের ৯৪ জনে পজেটিভ ৩৬। তিনি আরো জানান, বুধবার ওসমানীর পিসিআর ল্যাবে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরো ৫৫ জন। ১৭৯টি নমুনা পরীক্ষা করে করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছে ৫৫ জনের। মঙ্গলবার (৯ জুন) দ্বিতীয় ধাপের নমুনা পরীক্ষায় আক্রান্ত ৩৬ জনের মধ্যে সিলেটের বাসিন্দা ৩২ জন। বুধবার শনাক্ত ৫৫ জনের মধ্যে ৫৩ জন্ও একইভাবে সিলেটের অধিবাসী। আক্রান্ত ৯১ জনের মধ্যে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক। এখন সিলেটে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০৭৫ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন