গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অনেকটা উন্নতির পথে। তিনি অনেকটাই স্বাভাবিক শ্বাস নিতে পারছেন, ফলে কমেছে অক্সিজেন গ্রহণের মাত্রা। তার নিউমোনিয়ার কিছুটা উন্নতি হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে বুধবার গণস্বাস্থ্য কেন্দ্রের ফেসবুক পেজে তার চিকিৎসক অধ্যাপক মামুন মোস্তাফির বরাত দিয়ে বলা হয়, 'গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের নিউমোনিয়ার কিছুটা উন্নতি হয়েছে এবং কৃত্রিমভাবে অক্সিজেন গ্রহণের মাত্রা কমেছে। তিনি পূর্বের চেয়ে ভালো বোধ করছেন।' এ ছাড়া তার নিয়মিত ডায়ালাইসিস এবং চেস্ট ফিজিওথেরাপি চলছে বলে জানানো হয়।
২৫ মে করোনা সংক্রমণ ধরা পড়ে জাফরুল্লাহ চৌধুরীর। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা শনাক্তের টেস্টিং কিট দিয়ে নিজের নমুনা পরীক্ষা করান ডা. জাফরুল্লাহ। ২৫ মে জাফরুল্লাহ চৌধুরী জানান, তিনি করোনাভাইরাসে সংক্রমিত। এছাড়া বিএসএমএমইউর পরীক্ষা থেকেও ২৮ মে তার করোনা পজিটিভ ধরা পড়ে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন