শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেরপুরে নতুন করে ১১ করোনা সনাক্ত

মোট আক্রান্ত ১৫৩ জন, নমুনা জট লেগেই আছে

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ৯:৪২ এএম

১১ জুন ময়মনসিংহ মেডিক্যাল পিসিআর ল্যাবে শেরপুরের ১৩৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শেরপুরে আরো নতুন করে ১১ জন করোনা আক্রান্ত হয়েছে । এর মধ্যে শেরপুর সদরে ৫ ,নালিতাবাড়ি ৪,নকলায় ১ ও ঝিনাইগাতীতে ১ জন সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট সনাক্ত হলেন ১৫৪ জন আর মারা গেছেন দুইজন। আক্রান্তের দিকে শেরপুর সদরে সবচেয়ে বেশি সনাক্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
একদিন বিরতি দিয়ে শেরপুরের ২৭৯ টি নমুনার মধ্যে ১৩৩ টি পরীক্ষা করা হয়। বাকি রয়েছে আরো ১৪৬ টি নমুনা। ময়মনসিংহ মেডিক্যাল পিসিআর ল্যাবে নমুনা জটের কারণে নমুনা পরীক্ষা দেরি হচ্ছে। এতে করোনা সংক্রমিত হচ্ছে।
সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ ওইসব তথ্য নিশ্চিত করে জানান, শেরপুরে ২ মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ জনে। করোনার বিস্তার প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন