সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রামুর এসিল্যান্ড, স্বাস্থ্য পরিদর্শক সহ ৪ জনের করোনা পজেটিভ

রামু উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ২:৩১ পিএম

রামুতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সরওয়ার উদ্দিন সহ ৪ জন কর্মকর্তার করোনা পজেটিভ হয়েছে।

করোনা পজেটিভ অপরাপর ৩ জন হলেন, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আলম, ল্যাব টেকনোলজিস্ট শাহীন শবনম ও জোয়ারিয়ানালা ইউনিয়নের মইশকুম পাড়ার বাসিন্দা সোঃ সেলিম।
বৃহষ্পতিবার (১১ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৪৩ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জনের কোভিড-১৯ করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। এর মধ্যে রামুর এই ৪ জনও আছেন।

রাতে কক্সবাজার পিসিআর ল্যাব থেকে পাওয়া রিপোর্টে কক্সবাজার সদরের ৪১ জন, রামু উপজেলায় ৪ জন, উখিয়ায় ১০ জন, টেকনাফে ৫ জন, চকরিয়ায় ২ জন, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৫ জন, সাতকানিয়া উপজেলার ১ জন এবং বান্দরবান জেলার ১ জন করোনা আক্রান্ত রোগী রয়েছে।

বৃহষ্পতিবার রাতে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন