শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ফিফা র‌্যাঙ্কিংয়ে আগের অবস্থানেই বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২০, ৬:১২ পিএম

করোনাকালেই র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে করোনাভাইরাস আতঙ্কে বিশ্বব্যাপী খেলা বন্ধ থাকায় র‌্যাঙ্কিং তালিকায় কোনো পরিবর্তন আসেনি। ১২ জুন প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ আগের ১৮৭তম স্থানেই রয়েছে। একই অবস্থা শীর্ষ দশেও। যথারীতি তালিকার শীর্ষে রয়েছে বেলজিয়াম। দ্বিতীয়স্থানে ফ্রান্স, তিনে ব্রাজিল ও চারে আছে ইংল্যান্ড। পঞ্চমস্থানে উরুগুয়ে, ষষ্ঠ ক্রোয়েশিয়া, সপ্তম পর্তুগাল, অষ্টম স্পেন, নবম আর্জেন্টিনা ও দশমস্থানে আছে কলম্বিয়া। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের পর থেকেই আন্তর্জাতিক সব খেলা বন্ধ রয়েছে। ফিফা এবং এএফসির স্বীকৃত ম্যাচগুলো স্থগিত হয়ে আছে এখনও। একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশকেও। ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের চতুর্থ ম্যাচ গত বছরের ১৪ নভেম্বর ওমানের বিপক্ষে মাস্কটে খেলে বাংলাদেশ। করোনা সংক্রামণ বেড়ে যাওয়ায় মার্চ ও জুন মাসে নির্ধারিত ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। তাই র‌্যাঙ্কিংয়ের তালিকায় কোনো পরিবর্তন আসেনি। তবে আশার খবর হচ্ছে অক্টোবরেই ফের আন্তর্জাতিক ম্যাচে ফিরছে লাল-সবুজরা। কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের নতুন দিনক্ষণ চুড়ান্তের প্রস্তাব করা হয়েছে ক’দিন আগেই। সবকিছু ঠিক থাকলে আগামী ৮ ও ১৩ অক্টোবর এবং ১২ ও ১৭ নভেম্বর ম্যাচগুলো হতে পারে। ফিফার সঙ্গে আলোচনা করে এই সূচি প্রস্তাব করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন