শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জুভেন্টাস-নাপোলি ফাইনাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ১২:০০ এএম

আগের দিন এসি মিলানকে পেছনে ফেলে ফাইনালে উঠেছে জুভেন্টাস। এবার নির্ধারণ হয়ে গেল ইতালিয়ান কাপের শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষও। মিলানের আরেক দল ইন্টার মিলানকে হারিয়ে টুর্নামেন্টের শেষ ধাপে পা রেখেছে নাপোলি।
গতপরশু রাতে ঘরের মাঠ সান পাওলোয় শেষ চারের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। তবে প্রথম লেগে ১-০ গোলে জেতায় দুই লেগ মিলে ২-১ অগ্রগামিতায় ফাইনালে ওঠে নাপোলি।

ম্যাচের দ্বিতীয় মিনিটে ক্রিস্তিয়ান এরিকসেনের অসাধারণ গোলে এগিয়ে যায় ইন্টার। ডেনমার্কের এই মিডফিল্ডারের ডান পায়ের বাঁকানো কর্নারে বল সবাইকে ফাঁকি দিয়ে শেষ মুহূর্তে গোলরক্ষক দাভিদ অসপিনার পা ছুঁয়ে জালে জড়ায়। ৪১তম মিনিটে খেলার ধারার বিপরীতে দারুণ এক পাল্টা-আক্রমণে সমতা টানেন ড্রিস মের্টেন্স। ক্ষিপ্র গতিতে বল পায়ে ডি-বক্সে ঢুকে লরেন্সো ইনসিনিয়ে পাস বাড়ান ডানদিকে। ফাঁকায় বল পেয়ে প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন মের্টেন্স। এতে নাপোলির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড। ১২১ গোল করে এতোদিন রেকর্ডে তার সঙ্গী ছিলেন স্লােভাকিয়ার মারেক হামসিক।

আগামী ১৭ জুন রোমের বিখ্যাত অলিম্পিক স্টেডিয়ামের ফাইনালে টুর্নামেন্টের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস মুখোমুখি হবে নাপোলি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন