শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

টেকসই বিল্ডিং ডিজাইন ও নির্মাণে লাফার্জহোলসিমের সেমিনার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ৪:০৬ পিএম

টেকসই বিল্ডিং ডিজাইন ও নির্মাণ বিষয়ে দেশের বিভিন্ন অঞ্চলের শীর্ষস্থানীয় ১৩৮ জন প্রকৌশলীকে নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে সেমিনার করেছে দেশের নেতৃস্থানীয় সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ। সোমবার (১৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়েল প্রফেসর ড. রাকিব হাসান। সেমিনারে লাফার্জহোলসিম বাংলাদেশের পণ্যের বিশেষত্ব, সুবিধা, প্রয়োগ প্রণালী এবং কোম্পানি সম্পর্কে অংশগ্রহনকারীদের অবহিত করেন কোম্পানিটির টেকনিক্যাল সার্ভিসেস সিনিয়র ম্যানেজার আলী আহাম্মদ। অতিথি বক্তা হিসেবে সেমিনারে অংশ নেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সিভিল ও ইনভায়ারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মোহাম্মদ ড. মোহাম্মদ আজিজুল হক, একই বিভাগের প্রফেসর ড. মুশতাক আহমেদ এবং সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন