শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাঙামাটিতে চিকিৎসক-পুলিশ, আনসারসহ আরো ১৬ জনের করোনা পজেটিভ, আক্রান্ত বেড়ে ১২১

রাঙামাটি থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ৯:২২ এএম

পার্বত্য জেলা রাঙামাটিতে আরো ১৬ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে চট্টগ্রামের সিভাসু হতে ২৩টি রিপোর্ট আসে যার মধ্যে ১৬টি করোনা পজেটিভ। আক্রান্তদর মধ্যে পুলিশ, আনসার ও রাঙামাটি জেনারেল হাসপাতালের একজন ডাক্তার আছেন বলে রাত সাড়ে ১০টার সময় নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।

সূত্রে জানা যায়, নতুন শনাক্ত রোগীদের মধ্যে রাঙামাটি সদরের ভেদভেদীর ৬ জন আনসার সদস্য, কাপ্তাইয়ের ১ জন পুলিশ সদস্য, সদরের সুখিনীলগঞ্জ পুলিশ লাইনের ১ জন পুলিশ সদস্য, আসামবস্তির ১ বাসিন্দা, শান্তিনগরের ১ বাসিন্দা, কাঠালতলীর ১ বাসিন্দা, রাঙামাটি জেনারেল হাসপাতালের ১ জন ডাক্তার, দেবাশীষ নগরের ১ বাসিন্দা, কালিন্দীপুরের ১ বাসিন্দা, রিজার্ভ বাজারের ১ বাসিন্দা, তবলছড়ির ১ বাসিন্দা আছেন।

এ নিয়ে রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য মোতাবেক এখন পর্যন্ত রাঙামাটি থেকে সর্বমোট ১৫৯৭টি সংগৃহিত নমুনা চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) এবং ঢাকার পরীক্ষাগারে পাঠিয়েছে রাঙামাটির সিভিল সার্জন অফিস।

তারমধ্যে ১৩৪৬টি পরীক্ষার রিপোর্ট রাঙামাটির স্বাস্থ্য বিভাগে আসলেও এখন পর্যন্ত ২৫১ টি নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো পর্যন্ত হাতে পায়নি রাঙামাটির স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ১৯৫ জন, আরোগ্য লাভ করেছেন ৫০ জন, আইসোলেশনে আছেন ২৩ জন, মৃত্যুবরণ করেছেন ২ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন