বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

করোনাবীরদের ক্রিকেটবীরদের স্যালুট

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২০, ১২:০০ এএম

 করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারি মোকাবেলায় দিনরাত খেটে চলেছেন স্বাস্থ্যসেবী, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদের এই নিবেদিত কার্যক্রমে সমর্থন ও শ্রদ্ধা জানিয়ে স্যালুট দিয়েছেন সাবেক-বর্তমান ক্রিকেটাররা।
‘বাঁচার লড়াই’ শীর্ষক এক সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ, গাজী আশরাফ হোসেন লিপু, আকরাম খান, নাঈমুর রহমান দুর্জয়, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার সুমন, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খান, সাবেক কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিক, বর্তমান তারকা মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস, মোহাম্মদ মিঠুনরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে থাকা সম্মুখ সৈনিকদের প্রতি নিজেদের সমর্থন জ্ঞাপন করেছেন।
ক্রিকেটারদের পক্ষ থেকে সমর্থন জানানো এক ভিডিও বার্তায় নান্নু বলেন, ‘সর্বস্তরের মানুষ এক কঠিন সময়ের মধ্যে আছে। আমাদের স্বাস্থ্যকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন।’ সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক ক্রিকেটে অনেক কঠিন অবস্থা পার করেছেন নিজের মেধা ও দক্ষতায়। তিনি জানান, ‘আরও অনেক কঠিন অবস্থার সম্মুখীন হয়ে ফ্রন্ট লাইন ওয়ার্কাররা জাতির সেবায় মাঠে নেমেছেন, তাও এমন এক সময় যখন করোনাভাইরাস সম্পর্কে সবার ধারণা সীমিত। তারা শুধু তাদের প্রিয় মানুষের জন্যই নয়, আমাদের সবার জন্য লড়ছেন। তাদের উপর আমাদের আস্থা রাখতে হবে।’ দুর্জয় বলেন, ‘আমাদের যেসব ফ্রন্ট লাইন যোদ্ধা কাজ করছেন, আমরা যেন ক্রিকেট সমর্থকদের মত তাদের পাশে দাঁড়াই, তাদের সমর্থন জানাই।’ একই দাবি আরেক সাবেক অধিনায়ক সুজনেরও, ‘আজকে ফ্রন্ট লাইন ওয়ার্কাররা তাদের দক্ষতা দিয়ে দেশ ও জাতির জন্য কাজ করছেন। তাদের প্রতি গভীর শ্রদ্ধা।’
বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক বাশার বলেন, ‘আসুন, আমাদের বীরদের শ্রদ্ধা জানাই। স্বাস্থ্যকর্মী, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কৃষক- প্রত্যেকে লড়াই চালিয়ে যাচ্ছেন।’ তার সাথে একমত পোষণ করে বর্তমান সময়ের জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার আতাহার বলেন, ‘সেদিন আমাদের সঙ্গে পুরো দেশ জিতেছে। এখন লড়ছেন আমাদের ফ্রন্ট লাইন ওয়ার্কাররা। যারা ঘরে থাকছেন তারাও আজ যুদ্ধ করছেন। তাদের সকলের জন্য শ্রদ্ধা।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
abul hasan ১৮ জুন, ২০২০, ১১:১৩ এএম says : 0
বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেক সদস্যদের প্রতি রইলো শুভকামনা ও অভিনন্দ। আল্লাহ তাদেরকে হেফাজত করুন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন