বাংলাদেশের শুল্ক পণ্যের ৯৭ শতাংশে শুল্কমুক্ত সুবিধা দিল চীন সরকার। এ বছরের ১ জুলাই থেকে এ সুবিধা পাবে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সরকারের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সুবিধা দেওয়ার অনুরোধ করে চীন সরকারকে চিঠি দেওয়া হয়। এ অনুরোধের পরিপ্রেক্ষিতে চীনের স্টেট কাউন্সিলের ট্যারিফ কমিশন সম্প্রতি এ সুবিধা দিয়ে নোটিশ জারি করে। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে এ সুবিধা দেওয়া হচ্ছে। বাংলাদেশি ৫১৬১টি পণ্য এ শুল্কমুক্ত সুবিধার আওতায় থাকবে।
বাংলাদেশ ইতোমধ্যে চীন থেকে এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্টের আওতায় ৩০৯৫ পণ্যের শুল্কমুক্ত সুবিধা ভোগ করছে। সেই সুবিধার বাইরে বাংলাদেশের রফতানি পণ্যের ৯৭ শতাংশই এ শুল্কমুক্ত সুবিধা পাবে। ফলে শুল্কমুক্ত সুবিধার আওতায় বাংলাদেশকে চীনের পক্ষ থেকে ৮২৫৬ পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়া হলো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন