ইসলামিক ফাউন্ডেশনের উগ্যোগে গতকাল বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর রূহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া করোনাভাইরাস সংক্রমণে এ শাহাদাতবরণকারী বিশিষ্ট রাজনীতিবিদসহ সকলের রূহের মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। মোনাজাতে পেশ ইমাম বলেন, মরহুম ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ একজন সত্যিকারের খাঁটি দ্বীনদার মানুষ ছিলেন। দেশের আলেম ওলামাদের সাথে মরহুম শেখ মো. আব্দুল্লাহর গভীর সম্পর্ক ছিল। মহান আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। এতে বাংলাদেশসহ সারাবিশ্বের করোনা সংক্রমণ থেকে দ্রুত মুক্তির জন্যও দোয়া করা হয়।
অন্যদিকে, গতকাল সকালে মরহুম শেখ আব্দুল্লাহর রূহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে কুরআনখানী অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের ৬৪টি জেলা ও ৪৯২টি উপজেলা কার্যালয়ে ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৮২ হাজার কেন্দ্রসহ সারাদেশের বিভিন্ন মসজিদগুলোতে গতকাল বাদ জুমা কুরআনখানী, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন