শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনার সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে মসিকের সভা

বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ১০:০১ পিএম

করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে সিটি কর্পোরেশন এলাকার জন্য গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মেয়র মো. ইকরামুল হক টিটু।

মেয়র তার বক্তব্যে করোনা মোকাবেলায় সচেতনতাকে সর্বাগ্রে স্থান দিয়ে বলেন, 'আমাদের সচেতনতার মাধ্যমে করোনা আক্রান্তের সংখ্যাকে কমিয়ে আনতে হবে। সকলের সম্মেলিত সহযোগিতায় স্বাস্থ্যখাতকে আরো শক্তিশালী করে আরো ভালো সেবা প্রদান করা সম্ভব হবে।'

এছাড়াও সভায় উপস্থিত সদস্যবৃন্দ ময়মনসিংহে জোনিং সিস্টেম চালুকরণ ও এ সংশ্লিষ্ট নানা বিষয়ে করনীয় নিয়ে মতামত ব্যক্ত করেন।

এসময় সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম, সেনাবাহিনীর প্রতিনিধি মেজর ওয়ালী আল হাসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক এ কে এম গালিভ খান, স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডা. কামাল উদ্দিন আহমেদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন