বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ব্যবসা বাণিজ্য

বাকৃবির খামার ব্যবস্থাপনা শাখায় আমন ধান রোপণ

প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) খামার ব্যবস্থাপনা শাখার আয়োজনে আমন ধান রোপণের শুভ উদ্বোধন করা হয়। বুধবার সকাল ১২টার দিকে খামার ব্যবস্থাপনা শাখার একটি জমিতে আমন ধান রোপণ করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর। অনুুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এস.ডি চৌধুরী, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস, প্রধান খামার তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মুহাম্মদ সেলিম, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. মো. আল মামুন প্রমুখ। খামার ব্যবস্থাপনা শাখা সূত্রে জানা যায়, এ বছর খামার ব্যবস্থাপনা শাখার তত্ত্বাবধানে প্রায় ১৮০ একর জমিতে আমন ধান রোপণ করা হবে। ২০১৫-১৬ অর্থ-বছরে খামার ব্যবস্থাপনা শাখা প্রায় ১ কোটি সাড়ে ৩৪ লক্ষ টাকা বিশ্ববিদ্যালয় কোষাগারে জমা দেয় যা গত অর্থ-বছরে ছিল মাত্র ৩৩ লক্ষ টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন