ঢাকার কেরানীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ ও তার সহধর্মিণী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ও তার সহধর্মিণী নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন এ তথ্যটি নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ করোনা মহামারী শুরু হওয়ার সময় থেকেই মাঠ পর্যায়ে অসহায় ও কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের ত্রান সহায়তা প্রদান করেছেন। এছাড়া প্রশাসনিক যেকোন কাজে তিনি মাঠ পর্যায়েও বেশি সময় দিয়েছেন। কেরানীগঞ্জবাসীকে করোনাভাইরাসের হাত থেকে সুরক্ষা দেয়ার জন্য মাঠ পর্যায়ে বিভিন্ন জনসচেতনতামুলক বিভিন্ন কর্মকান্ডেও তিনি অংশগ্রহন করেছেন। তার নেতৃত্বেই করোনা মহামারীর সময়ে কেরানীগঞ্জ উপজেলা পর্যায়ে সকল প্রশাসনিক কাজ সুচারুভাবে পরিচালিত হয়েছে। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল এবং কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিন) সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভিন তিন্নি করোনায় আক্রান্ত হওয়ার পরে তার বলিষ্ট নেতৃত্বে উপজেলা প্রশাসনিক কাজ সঠিক ও সুন্দরভাবেই পরিচালিত হয়েছে। তবে কামরুল হাসান সোহেল এবং সানজিদা পারভিন তিন্নি এই দুই তরুন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনা জয় করে তারা কয়েকদিন পুর্বে তাদের কর্মস্থলে যোগদান করেছেন। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ স্যার করোনা পজেটিভ হয়ে বাসায় আইসোলেশনে থাকলেও উপজেলা প্রশাসনের সকল কর্মকান্ড থেমে থাকবে না। বরং প্রশাসনিক কর্মকান্ড যথারিতিভাবেই চলবে। এতে সেবা প্রাপ্তিদের কোন অসুবিধা হবে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন