চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় নতুন করে আরো ২০ জন করোনায় আক্রান্ত হয়েছে। তারমধ্যে মতলব উত্তরে ১৫ জন ও মতলব দক্ষিণে ৫ জন। শনিবার(২৭জুন) মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুশরাত জাহান মিথেন ও মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাওছার হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে মতলব উত্তর উপজেলায় ৬১ জন ও মতলব দক্ষিণ উপজেলায় ৮৪ জন করোনা রোগী শনাক্ত হলো।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২১ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা উপসর্গ সন্দেহে ১৭ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। শনিবার (২৭ জুন) নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে ১৫ জনের করোনা পজেটিভ ও অপর ২ জনের করোনা নেগেটিভ ফলাফল আসে। আক্রান্তরা হলেন বাবুল হোসেন(৫০), মজিবুর রহমান (৪৭), ওমে হানি বেলি(৩০), নজরুল ইসলাম(৪৫),শাহানাজ(৫০), শাহাজালাল(১৪), জয়নাল আবেদীন(৪৮), আব্দুল শিকদার(৬০), কাজী কাউসার হোসেন(৩৬), রুবেল(২৪), কামাল হোসেন(৫২), মাহবুব আলম মানিক(৩৯), মনির(২৪), সজিব হোসেন(২৪) জাকির হোসেন(৫৫), রুহুল আমিন(৭৪) ও শেফালী(৫৬)।
মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) নমুনা পরীক্ষার ৫ জনের ফলাফল আসে করোনা পজেটিভ
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুশরাত জাহান মিথেন বলেন, আক্রান্তদের বাড়ি লকডাউন করা হবে। তারা নিজেদের বাড়িতে চিকিৎসাধীন আছে।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাওছার হিমেল নতুন আক্তান্তদের বাড়ি লকডাউন করা হবে। পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন