রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে করোনায় আরো ৪ জনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২০, ১০:৫৪ এএম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরো চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ১৬৯। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরো ২৫ জন। মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৯৬ জন।
এদিকে ৫৯০টি নমুনা পরীক্ষা করে ৬৪ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

রোববার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী- গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে (চবি) ৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজেটিভ শনাক্ত হয় ৭ জনের।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজেটিভ শনাক্ত হয় ২৩ জনের।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এই ল্যাবে পজেটিভ শনাক্ত হয় ২০ জন।

এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২০০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজেটিভ পাওয়া গেছে ১৪ জনের।

তবে কক্সবাজার মেডিক্যাল কলেজে, বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল এবং শেভরণ ল্যাবরেটরি কোন তথ্য প্রকাশ করেনি সিভিল সার্জন কার্যালয়।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত ৬৪জনের মধ্যে নগরীর ৪৩ জন এবং উপজেলায় ২১ জন।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬৮৯ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন