রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সোনারগাঁওয়ে করোনায় এক ব্যবসায়ীর মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২০, ৩:২৯ পিএম

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে করোনার আক্রান্ত হয়ে এক লাইব্রেরি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ব্যবসায়ীর নাম মোতালেব মিয়া (৬৫)। তিনি সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার শাহ পরান লাইব্রেরির মালিক। তার বাড়ি উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত মোতালেব মিয়া গত ১০ দিন আগে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা পরীক্ষা করে। সেখানে তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। এরপর মদনপুর আল বারাকা হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এনিয়ে সোনারগাঁওয়ে করোনা আক্রান্ত হয়ে  ১৬ জনের মৃত্যু হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন