শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাতক্ষীরায় ডাক্তার ও পুলিশ সদস্যের স্ত্রীসহ নতুন করোনা শনাক্ত ১৫ জন

সাত | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২০, ৭:৩১ পিএম

সাতক্ষীরায় আজও নতুন ১৫ জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তারসহ ছয়জন রয়েছেন। আর মৃত্যু হয়েছে একজনের।
এনিয়ে জেলায় মোট ১৭৬ জন করোনা পজেটিভ হলেন।
রোববার (২৮ জুন) বিকালে ১৫ জনের করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত করেছেন, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডাঃ জয়ন্ত সরকার।
করোনায় নতুন শনাক্তরা হলেন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে ডাঃ রাজিব সরদার (৩৬), একই প্রতিষ্ঠানের বজলুর রহমান (৪৮), জি এম মাসুদুর রহমান (২০), দেলোয়ার হোসেন (৪৭), মোঃ হাফিজুর রহমান (৫৮), ও আব্দুল মজিদ মোল্লা (৫৮)। এছাড়া, করোনায় আক্রান্ত সাতক্ষীরা রসুলপুরে বসবাসকারী পুলিশের নায়েক হাফিজুর রহমানের স্ত্রী আঁিখ (২৫), সাতক্ষীরা সরকারি কলেজের ম্যানেজমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র এস,কে ইব্রাহিম (২৩), সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর এলাকার ৭৫ বছর বয়সী কাজী আব্দুল মতিন (শনিবার রাতে মারা গেছেন), দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের চন্দ্রশেখর (৫৫), সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সামনে মুনজিতপুরের মাসুদ ইকবাল (৪১), সদর উপজেলার মাগুরা গ্রামের মুস্তাসিম বিল্লাহ (৪০), সদরের রোকসানা (২২), মীরজা রজব আলী (৫৫) ও সোফিনা খাতুন (৭০)

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন