শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

আমবোঝাই পিকআপে ফেনসিডিল, আটক ৩

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২০, ১১:০৭ এএম

রাজধানীতে আমবোঝাই পিকআপভ্যান থেকে ৪৩৮ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

রোববার দারুস সালাম থানা এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব-৪ এর অপারেশন অফিসার এএসপি সাজেদুল ইসলাম সজল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাজধানীর দারুস সালাম থানার গাবতলীতে যমুনা সিএনজি স্টেশনের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪৩৮ বোতল ফেনসিডিল এবং মাদক বহনের কাজে ব্যবহৃত পিকআপসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটকরা হলেন- সোহেল রানা (২৬), আমজাদ (২৮) ও শাহ আলম (৪৫)।

সাজেদুল ইসলাম আরো জানান, আটকরা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে বিশেষ কৌশলে রাজধানীতে নিয়ে আসে। রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় মাদক ডিলারদের নিকট বিক্রয় করে আসছে তারা। তাদের বিরুদ্ধে আইনানুগ বিষয় প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন