কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন প্রাগপুর ইউনিয়নের গোড়ারপাড়া বাজার সংলগ্ন পাড়েরপাড়া সাকিনস্থ মিনহাজ ফকিরের আস্তানার সামনে ডাংমড়কা সেন্টার মোড় থেকে মহিষকুন্ডিগামী পাকা রাস্তার পাশে পরিত্যাক্ত অবস্থায় ০২ এটি সাদা রঙ্গের প্লাষ্টিকের বস্তা পড়ে আছে। খবর পেয়ে পুলিশ পৌঁছাইয়া ঘটনাস্থলে। পরে দুটি বস্তার ভিতর হইতে ৫০ (পঞ্চাশ) বোতল করে ১০০(একশত) বোতল ফেনসিডিল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেন পুলিশ। তবে এঘটনায় কেউ আটক হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন