সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টাঙ্গাইলে নতুন করে নারী চিকিৎসক ও ২ পুলিশসহ ৪০ জন করোনায় আক্রান্ত

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ১১:৫৮ এএম

টাঙ্গাইলে নতুন করে এক চিকিৎসক ও দুই পুলিশ সদস্যসহ ৪০জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্ত হলো ৬১২ জন। দেলদুয়ার স্বাস্থ্য কপ্লেক্সের নারী মেডিকেল অফিসারসহ ৪ জন, মির্জাপুর মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের দুই পুলিশ সদস্যসহ ১১জন, টাঙ্গাইল সদর উপজেলায় ১৭জন, নাগরপুরে ১জন, কালিহাতীতে ১জন, ঘাটাইলে ২জন গোপালপুর উপজেলায় ৪জন রয়েছে।
জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ২২৫ জন। মারা গেছে মোট ১২ জন। নমুনা সংগ্রহের রিপোর্ট পেন্ডিং রয়েছে ৩৪৭টি। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবোধায়ক ডা. সদর উদ্দিন জানান, হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে সর্বমোট ২৫জন ভর্তি হয়। তাদের মধ্যে ১৭জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৭জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন