শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যশোরে একদিনে ৬০ করোনা শনাক্তের রেকর্ড, ৭শ’ ছাড়ালো আক্রান্ত

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২০, ২:১৩ পিএম

যশোরে বৃহস্পতিবারে একদিনেই ৬০জন করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭শ;ছাড়ালো। যশোরের সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৭০২জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৯২ জন আর মারা গেছেন ১৩ জন।

এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এনএফটি বিভাগের চেয়ারম্যান ও জেনোম সেন্টারে পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, বৃহস্পতিবার তাদের পরীক্ষাগারে মোট ২৭৫টি নমুনা পরীক্ষা করে ৬৬টির পজেটিভ রেজাল্ট পাওয়া গেছে। নেগেটিভ এসেছে ২০৯টির। যবিপ্রবি সূত্র জানায়, যশোরের ২৪১ জনের নমুনা পরীক্ষা করে ৬২টি পজেটিভ হয়। আর মাগুরার ৩৪টি নমুনার মধ্যে চারটি পজেটিভ পাওয়া গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন