শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বগুড়ায় করোনায় মারা গেলেন গৃহবধু ও প্রধান শিক্ষক

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২০, ১:৪৪ পিএম

বগুড়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন এক গৃহবধূ ও প্রাইমারি স্কুলের একজন প্রধান শিক্ষক।
মৃত গৃহবধুর নাম নুরুন নাহার (৫৪) । তিনি বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার বাসিন্দা। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার খায়রুল বাশার মোমিন জানান , ওই গৃহবধু তাঁর স্বামী সহ করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে ছিলেন। তবে তার শ্বাসকষ্ট ও প্রেসার বেড়ে গেলে ১ জুলাই তারস্বজনরা তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করেন । ৩ জুলাই (শুক্রবার) সকালে তিনি হাসপাতাল আইসিউতে সারা যান ।
মৃত্যুর পর বিধি অনুযায়ি তাকে দাফন করা হবে বলে জানানো হয়েছে।
একই দিন ভোর ৪ টায় বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গোলাম রব্বানী ( ৫৭) করোনায় আক্রান্ত হয়ে মারা যান । তিনি নন্দীগ্রাম উপজেলার বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক । তার স্ত্রী উম্মে কুলসুম জানিয়েছেন , তীব্র শ্বাস কষ্ট ও জ্বরের কারনে ২৪ জুন তাকে টিএমএসএস মেডিকেলে ভর্তি করা হয় । ২৫ জুন নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয় ।
এরপর চিকিৎসাধীন থেকে শুক্রবার ভোর ৪ টায় তার মৃত্যু হয় ।
এই দুটি সহ বগুড়ায় করোনাকরোনা মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৪ জন ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন