শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

আমদানিকৃত প্রথম স্বর্ণ চালানের বিক্রি উদ্বোধন এফবিসিসিআই প্রেসিডেন্টের

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২০, ৮:১৪ পিএম

দেশীয় স্বর্ণ শিল্পের বিকাশ ও রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে স্বর্ণ নীতিমালা ২০১৮ এর বিধান অনুসরণ করে অনুমোদিত গোল্ড ডিলার হিসেবে গত ৩০ জুন দেশের ইতিহাসে প্রথম বারের মতে স্বর্ণবার আমদানি করে ডায়মন্ড ওয়ার্ল্ড। রোববার (৫ জুলাই) এই আমদানিকৃত স্বর্ণের আনুষ্ঠানিক বিক্রি উদ্বোধন করেন এফবিসিসিআই’র প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম। এ সময়ে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই’র ভাইস-প্রেসিডেন্ট ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালাসহ অন্যান্য পরিচালকরা।

শেখ ফহজলে ফাহিম স্বর্ণ আমদানিতে এ ধরণের মাইলফলক অর্জনের জন্য ডায়মন্ড ওয়ার্ল্ড ও এর ব্যবস্থাপনা পরিচালকে অভিনন্দন জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মুক্ত বাণিজ্যের এই সময়ে ডায়মন্ড ওয়ার্ল্ড ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ডায়মন্ড ওয়ার্ল্ডই বাংলাদেশে প্রথম ও একমাত্র প্রতিষ্ঠান হিসেবে আইএম ৪ এর মাধ্যমে রাফ বা অমসৃন ডায়মন্ড আমদানি করে কাটিং ও পলিশিং করে পলিশড ডায়মন্ড বিদেশে রপ্তানি করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন