বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সউদীতে হজ্জ পালনেচ্ছু প্রবাসীদের নিবন্ধন শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২০, ১২:০১ এএম

সউদী আরব দেশটিতে অবস্থানরত বিদেশীদের জন্য হজ নিবন্ধন চালু করেছে। তারা বলছে, এ বছর হজযাত্রীদের ৭০ শতাংশই হবে প্রবাসী।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, চলতি মওসুমে অংশ নেয়া হজযাত্রীদের বাছাইয়ের জন্য স্বাস্থ্য মানই হবে প্রধান নির্ণায়ক। এতে বলা হয়েছে, নিবন্ধনের জন্য এখন ষড়পধষযধল.যধল.মড়া.ংধ ওয়েবসাইটটি খোলা রয়েছে এবং সোমবার থেকে শুরু হয়ে পাঁচ দিনের জন্য খোলা থাকবে।
স্বাস্থ্য ঝুঁকির কারণে করোনাভাইরাস সংক্রমণ রোধে এ বছর অংশগ্রহণকারীদের সংখ্যা কমানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে সউদীতে অবস্থানরত প্রবাসীদের সংখ্যা হজযাত্রীদের মোট সংখ্যার ৭০ শতাংশ হবে।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, হজ্জযাত্রীদের বাকি ৩০ শতাংশ সউদী নাগরিকরা পূরণ করবেন। এ সংখ্যা ভাইরাস থেকে মক্তিপ্রাপ্ত চিকিৎসা পেশাদার এবং সুরক্ষা কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
মহামারি চলাকালীন তাদের প্রশংসিত ভ‚মিকার জন্য তারা করোনাভাইরাস থেকে সুস্থদের ডাটাবেসের মাধ্যমে নির্বাচিত হবেন।
সউদী আরব গত মাসে ঘোষণা করে যে, দেশটি একটি ‘অত্যন্ত সীমাবদ্ধ’ হজ পালন করবে এবং করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বাইরে থেকে আগত যাত্রীদের বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র : আরব নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
আ,ম,ম,শিহাবুদ্দীন ৭ জুলাই, ২০২০, ৫:১৬ এএম says : 0
সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের জন্য সৌদি হজ্জ ও উমরা মন্ত্রনালয়কে ধন্যবা।
Total Reply(0)
মোহাম্মদ সফিউল্লাহ্ ৭ জুলাই, ২০২০, ১০:১৬ এএম says : 0
এটাও আল্লাহ্ পাকের মেহেরবানি। না হলেই বা কী করার ছিল।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন