শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ডিএসইতে কাল থেকে লেনদেনের সময়সূচী পরিবর্তন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২০, ৫:০০ পিএম

লেনদেনের সময়সূচির পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা। নতুন সময়সূচি অনুযায়ী আগামীকাল বুধবার (৮ জুলাই) থেকে লেনদেন চলবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক লেনদেনে ফিরে আসায় ডিএসই এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ১৮ মার্চ-২০ ডিএসই’র ৯৫৪তম (জরুরি) পরিচালনা পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী সারা বিশ্বে করোনাভাইরাস পরিস্থিতি’র ভয়াবহতায়, বাংলাদেশে বিশেষ সতর্কতার স্বার্থে স্কুল কলেজ বন্ধ ঘোষণা, সভা-সমাবেশ সীমিত করণের পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের লেনদেনের সময়সূচির পরিবর্তন আনা হয়। নতুন সময়সূচি অনুযায়ী গত ১৯ মার্চ থেকে লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয় সকাল ১০:৩০ মিনিট থেকে দুপুর ১:৩০ মিনিট পর্যন্ত। পরবতী সময়ে ব্যাংকিং কার্যক্রমের সংগে সঙ্গতি রেখে গত ১৮ জুন তারিখ থেকে ডিএসই’র লেনদেনের সময়সূচি পুণনির্ধারণ করা হয় সকাল ১০:০০ ঘটিকা থেকে দুপুর ১:০০ ঘটিকা পর্যন্ত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন